চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

নগরীর সাগরিকা এলাকায় ১০ তলা বিশিষ্ট বিশেষায়িত চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ। বেলা ১১ টায় আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। জানা গেছে, নগরীর সাগরিকা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ২৩ শতক জায়গা বুঝিয়ে দেয়া হয়েছে। সেখানে গড়ে তোলা হবে ১০ তলা ভবন। প্রতি ফ্লোরের আয়তন হবে ১০ হাজার বর্গফুট। ওই ভবনে হাসপাতালের পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউটও তৈরি করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বসতঘরে চুরি স্বর্ণালংকার ও টাকা লুট
পরবর্তী নিবন্ধনির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি নেই : প্রেস সচিব