চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে বেসিক লাইফ সাপোর্ট বিষয়ে কর্মশালা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল বেলা দুইটা থেকে আয়োজিত এই কর্মশালায় ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ বলেন, হার্ট বন্ধ হয়ে হঠাৎ জ্ঞান হারানোর পর অহরহ মৃত্যুর ঘটনা ঘটে। তবে এক্ষেত্রে মৃত্যুকে জয় করার একটা পদ্ধতি আছে। মৃত্যু তখনই আমরা বলবো যখন ব্রেন ডেথ হয়ে যায়। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা. মো. সাইফ উদ্দীন আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন ডা. ইয়াসমিন সুলতানা, ডা. অপরাজিতা দে, ডা. এস.এম তাজওয়ার তাহির, ডা. তন্ময় শীল, ডা. অভিজিৎ সাহা, ডা. ফারজানা ইয়াসমিন এবং ডা. শৈবাল দাশ। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। এছাড়া এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী কমিটির কমিটির সদস্য ডা. একেএম নাসির উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধফোন দেখে নামছিলেন, সিঁড়ি থেকে পড়ে মৃত্যু
পরবর্তী নিবন্ধঅবিলম্বে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিন