চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে চালু হচ্ছে ১০ শয্যার সিসিইউ

রোগী ভর্তির কার্যক্রম আজ থেকে

জাহেদুল কবির | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে আজ বুধবার থেকে চালু হচ্ছে ১০ শয্যার করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা। রোগী ভর্তির কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। নগরীর গোলপাহাড় মোড় এলাকায় অবস্থিত হার্ট ফাউন্ডেশনে এখন থেকে কম টাকায় উন্নত সেবা পাবেন রোগীরা। আপাতত সীমিত পরিসরে চালু হলেও ভবিষ্যতে সেবার পরিধি বিস্তৃত করার চিন্তা করছেন ফাউন্ডেশনের কর্তাব্যক্তিরা। বর্তমানে ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে কার্যক্রম।

ইতোমধ্যে নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছ থেকে ২৩ শতক জমি বরাদ্দ পেয়েছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের হাতে জমির দলিল হস্তান্তর করেছেন।

হার্ট ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে পাওয়া জমিতে ১৫০ শয্যার একটি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। সেখানে আধুনিক ক্যাথল্যাব, ওপেন হার্ট সার্জারি ইউনিট, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং সিসিইউ স্থাপন করা হবে। তবে আরেকটি বিকল্প পরিকল্পনা হচ্ছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের অদূরে শিল্প মন্ত্রণালয়ের একটি পরিত্যক্ত জায়গা রয়েছে, সেখানে ২০ শয্যার সিসিইউ ইউনিট স্থাপন। ওখানে হৃদরোগ ওয়ার্ড, বহির্বিভাগ ও ক্যাথল্যাব থাকে। হৃদরোগের বিশেষায়িত সকল পরীক্ষা করানো যাবে। সরকারের উচ্চ মহল থেকে ইতিবাচক সাড়াও মিলেছে।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ দৈনিক আজাদীকে বলেন, হৃদরোগের উচ্চ প্রকোপ ও বিশাল সংখ্যক হৃদরোগীর চিকিৎসাসেবায় চট্টগ্রাম এখনো অনেকটা পিছিয়ে। বিশেষ করে সরকারি পর্যায়ে হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগই এখনো সরকারি পর্যায়ের একমাত্র চিকিৎসা কেন্দ্র। তার ওপর নির্ভর করে এই অঞ্চলের প্রায় ৪ কোটি জনগোষ্ঠী। তুলনামূলকভাবে রাজধানী ঢাকায় সরকারি পর্যায়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ মোট ৭টি বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা কেন্দ্র রয়েছে। বাণিজ্যিক রাজধানী হওয়ার পরও চট্টগ্রামে নেই কোনো বিশেষায়িত সরকারি হৃদরোগ হাসপাতাল। বিশেষায়িত হাসপাতাল থাকলে এখানে কম খরচে আধুনিক হৃদরোগ সেবা আরো বিকশিত হতো। আমরা চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে আগামীকাল (আজ) থেকে ১০ শয্যার সিসিইউ চালু করছি। ফলে গরিব ও আর্থিকভাবে অসচ্ছল হৃদরোগীরা এখানে স্বল্পমূল্যে সর্বোচ্চ সেবা পাবেন।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ঘিরে অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা ধাপে ধাপে এগোতে চাই। সেই পরিকল্পনার শুরু হিসেবে ১০ শয্যার সিসিইউ চালু করছি। আমাদের ফাউন্ডেশনে ভর্তিকৃত জটিল রোগীরা যাতে উন্নত সেবা পান সেই লক্ষ্যে নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছি। একইভাবে সিএসসিআর হাসপাতালের সাথে আইসিইউ সহায়তার জন্য আলোচনা হয়েছে। এছাড়া নগরীর দক্ষিণ কাট্টলীতে যে জায়গাটা আমরা সরকার থেকে বরাদ্দ পেয়েছি সেখানে আগামী ডিসেম্বর থেকে কাজ শুরু করব। আমাদের সকল কর্মযজ্ঞের উদ্দেশ্য একটাই, গরিব ও আর্থিক অসচ্ছল মানুষ যেন কম টাকায় হৃদরোগের সেবা পায়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। নগরীর গোলপাহাড় মোড় এলাকায় একটি ভাড়া করা ভবনে বহির্বিভাগের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী নিবন্ধহাজারো ড্রোনে আজ তুলে ধরা হবে জুলাইয়ের গল্প, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান দিদার গ্রেপ্তার