বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা গতকাল শনিবার নগরীর গোলপাহাড় এলাকায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে হৃদরোগ ও উক্ত রক্তচাপ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল হৃদরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
ফাউন্ডেশনের কার্যকরী সদস্য ডা. এ কে এম নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস সি ধর, ডা. মো. সাইফ উদ্দিন আজাদ, ডা. রাজীব দে, ল্যাব অ্যাডভাইজার ও আজীবন সদস্য আবুল কালাম সামশুল হক, ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন প্রমুখ। এর আগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।