নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় ২৩ শতক জমি বরাদ্দ পেয়েছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের হাতে দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম দৈনিক আজাদীকে বলেন, দক্ষিণ কাট্টলীতে আমরা যে জায়গা বরাদ্দ পেয়েছি, সেখানে আমাদের ১৫০ শয্যার একটি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। সেখানে আধুনিক ক্যাথল্যাব, ওপেন হার্ট সার্জারি ইউনিট, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং সিসিইউ স্থাপন করা হবে। এছাড়া আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে–আমরা জঙ্গল সলিমপুরে ৫ একর যে জায়গা বরাদ্দ পেয়েছি, সেখানে ৫০০ শয্যার হাসপাতাল, মেডিকেল কলেজ, কার্ডিয়াক ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে সেখানের বেশিরভাগ জায়গা অবৈধ দখলদারদের হাতে রয়েছে। সেই জায়গা পেলে আমরা বড় পরিসরে কর্মযজ্ঞ শুরু করা যাবে। এছাড়া বর্তমানে আমরা গোলপাহাড় মোড়ে একটি ভাড়া করা ভবনে কার্যক্রম চালাচ্ছি, ইতোমধ্যে আমরা সেখানে ৮টি সিসিইউ বেড স্থাপন করেছি, আমাদের আপদকালীন পরিকল্পনা হচ্ছে, চমেক হাসপাতালের মেইন গেটের অদূরে শিল্প মন্ত্রণালয়ের একটি পরিত্যক্ত জায়গা রয়েছে, সেখানে আমরা ২৫ শয্যার সিসিইউ স্থাপন করে কার্যক্রম চালাবো। ইতোমধ্যে আমরা সরকারের থেকে সবুজ সংকেত পেয়েছি।
উল্লেখ্য, গত ২০২২ সালের ২৫ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। নগরীর গোলপাহাড় মোড় এলাকায় একটি ভাড়া করা ভবনে বর্র্হিবিভাগের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।