চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ফাউন্ডেশনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের সিসিইউ কর্মকাণ্ড শুরুর জন্য ২৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। সভায় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুস সালামের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন বেক্সিমকোর সিনিয়র সহকারী সেলস্ ম্যানেজার সঞ্জীব কুমার মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. এ কে এম নাছির উদ্দিন ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ। বেক্সিমকোর চিফ ফাইন্যান্স অফিসার ও চট্টগ্রামের কৃতী সন্তান মোহাম্মদ আলী নেওয়াজের উদ্যোগে এই অনুদান প্রদান করা হয়। শীঘ্রই চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন চট্টগ্রামবাসীর জন্য স্বল্প খরচে সিসিইউ সেবা উন্মুক্ত করতে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।