রোটারী ক্লাব অব চট্টগ্রাম হারবারের ডিস্ট্রিক্ট গভর্ণরের অফিসিয়াল ক্লাব ভিজিট ও অ্যাসেম্বলি গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান এ, এম, সাইফুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, রোটারিয়ান সামসুল আলম রিপন, রোটারিয়ান পিপি জাহেদা আক্তার মিতা, রোটারিয়ান ওমর ফারুক, রোটারিয়ান দিদারুল ইসলাম, রোটারিয়ান মো. নাঈম উদ্দীন, রোটারিয়ান অ্যাডভোকেট গাজী মো. আবদুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন। ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন করেন। তিনি রোটা ইয়ার ২০২৩–২৪এর ক্লাব প্রজেক্ট সর্ম্পকে অবগত হন এবং ক্লাবের সেবা কার্যক্রম আরো বিস্তৃত করার পরামর্শ দেন। তিনি ‘হোম ফর হোমলেস’ প্রকল্পের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সভায় ৪জন নতুন সদস্যকে পিন পরানোর মাধ্যমে রোটারী ক্লাব অব চট্টগ্রাম হারবার পরিবারে অর্ন্তভূক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।