চট্টগ্রাম হচ্ছে দেশের সাহিত্য–সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র বিন্দু, চট্টগ্রামে এসে কবি নজরুল অনেক কবিতা, গান, গল্প, রচনা করেছে, বিট্রিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতার আন্দোলনসহ প্রতিটি আন্দোলনে কবি, লেখক, গবেষক শিল্পীদের ভূমিকা রয়েছে। জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংস্কৃতিক মঞ্চের কেন্দ্রীয় সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, উপদেষ্টা শাহজাদা মো. ইব্রাহিম, রাজনীতিবিদ দীপক কুমার পালিত, নজরুল সংগীত শিল্পী ফরিদা করিম, লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও লোক সংগীত শিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা, অবৃত্তিকার সুমন দত্ত, পটিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, সাংবাদিক গোলাম ছরওয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










