চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী উদত ঝা বলেছেন, কৃষ্টি, ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতি প্রসারের আধুনিক পথিকৃৎ ঠাকুর অনুকূলচন্দ্র। ধর্মের গ্লানি ও অধর্মের প্রাদুর্ভাব ঘটলে দুষ্টের দমন ও শিষ্টের পালন ও সাধুগণের পরিত্রাণের জন্যই পাবনার হিমাইতপুরে ১২৯৫ বঙ্গাব্দের ৩০ ভাদ্র তালনবমীর শুভলগ্নে তাঁর আবির্ভাব ঘটে। তিনি গতকাল শুক্রবার সৎসঙ্গ চট্টগ্রাম জেলার উদ্যোগে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব উৎসবের তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার ১ম পর্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর দেওয়ানজী পুকুর লেইন সৎসঙ্গ আশ্রমে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৎসঙ্গের সহ–সভাপতি লায়ন অসিত সেন। বক্তব্য দেন, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, গোসাইলডাঙ্গা সৎসঙ্গের সভাপতি নির্মল দেবনাথ লিটন, চট্টগ্রাম সৎসঙ্গের উপদেষ্টা পরিষদের আহ্বায়ক অধ্যাপক সুধীর রঞ্জন চৌধুরী, সহ–সভাপতি অনিল পাল, সিনিয়র সহ–সভাপতি ইন্দুনন্দন দত্ত, সহ–সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, শোভাযাত্রা উদ্যাপন উপ–পরিষদের আহ্বায়ক লায়ন শংকর সেনগুপ্ত, উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক মদন দাশ, সদস্য সচিব উত্তম দে জয়, চট্টগ্রাম সৎসঙ্গের সভাপতি অধ্যাপক সুধীর বিকাশ দেব, সাধারণ সম্পাদক চন্দনময় নন্দী টিটু, সাংগঠনিক সম্পাদক বিভু চক্রবর্ত্তী প্রমুখ। এছাড়াও ১ম দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল– সত্যানুসরণ পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সাংগঠনিক সম্মেলন, যুব সম্মেলন ও গীতি নৃত্যনাট্য। প্রেস বিজ্ঞপ্তি।










