বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা ইউনিটের সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের পক্ষ থেকে কল্যাণমুখী পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়। সভায় আবু তৈয়বকে সভাপতি এবং মোহাম্মদ ফোরকানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সভায় নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল উদ্দিন, এসএম সাহিদুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মোহাম্মদ রফিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












