চট্টগ্রাম স্টেশনে লাইন পাল্টাতে গিয়ে উল্টে গেল শাটলের বগি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেলস্টেশনে লাইন পাল্টাতে গিয়ে লাইনচ্যুত হয়ে শাটল ট্রেনের একটি বগি উল্টে গেছে। গতকাল রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য শাটল ট্রেনটি এক নম্বর প্লাটফর্মে ঢুকার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে এ সময় বগিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রেলওয়ে চট্টগ্রামের স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী। গতকাল রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার
চৌধুরী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী শাটল ট্রেনটি যাত্রীর অপেক্ষায় ছিল। ট্রেনটি রাত পৌনে ৮টার দিকে এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার পথে একটি বগি উল্টে যায়। বগিতে কোনো যাত্রী ছিল না। রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা যায়নি। শাটল ট্রেনটি রাত ৮টায় যাত্রী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা থাকলেও রাত ৯টায়ও ট্রেনটি স্টেশন ছেড়ে যেতে পারেনি। উল্টে যাওয়া বগিটি রেখে অন্যান্য বগিগুলো নিয়ে ট্রেনটি রাতে ছেড়ে যাওয়ার কথা জানান স্টেশন ম্যানেজার।

পূর্ববর্তী নিবন্ধগুজব-অপপ্রচার রোধে চট্টগ্রামবোর্ডে কন্ট্রোল রুম চালু
পরবর্তী নিবন্ধসয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের