বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন অনুমোদিত চট্টগ্রাম স্কেটিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির(২০২১-২০২৪) পরিচিতি ও মাসিক সভা জিইসি মোড়স্থ ক্লাব কার্যালয়ে সহ সভাপতি মো. শফিউল আলম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি জুনায়েদ ইজদানী রবিন, রবিউল হোসেন, সরোয়ার কামাল জুয়েল, আব্দুল্লাহ আল মামুন মুন, অতিরিক্ত সাধারন সম্পাদক শিহাব উদ্দিন রিংকু, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ পরিচালক শরীফুল ইসলাম শরীফ,খালেদ মাহমুদ মারুফ, উজ্জ্বল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা আদিল কবির।
সভায় চট্টগ্রামের রোলার স্কেটিংকে জনপ্রিয় করার লক্ষ্যে স্কুল-কলেজের তরুণ তরুণীদের রোলার স্কেটিং প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। সে সাথে চট্টগ্রামে রোলবল টুর্নামেন্ট করার পরিকল্পনা নেওয়া হয়।