চট্টগ্রাম স্কেটিং একাডেমির প্রতিষ্ঠাতা আদিল কবিরের সভাপতিত্বে ও কো–ফাউন্ডার চট্টগ্রাম জেলা কোচ সিদ্দিক আল মামুনের সঞ্চালনায় একাডেমির কার্যালয়ে এক জরুরি সভা গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম স্কেটিং একাডেমির কার্যক্রমকে আরো গতিশীল করতে চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম স্কেটিং একাডেমির গভর্নিং বডির চেয়ারম্যান, সাবেক বিডিআর কর্মকর্তা দিদার হোসেন, শামীম আহমেদ, সম্রাট হোসেন সবুজ, ওমর হাসানকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়। এসময় একাডেমির অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।