চট্টগ্রাম সেনানিবাসে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

‘শেখ রাসেল দিবস’ পালনের অংশ হিসেবে চট্টগ্রাম সেনানিবাসে ‘চট্টগ্রাম এরিয়া শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গতকাল উদ্বোধন করা হয়েছে। ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখার-উল-আলম। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সেনাবাহিনী পরিচালিত স্কুল এবং কলেজসমূহের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত চট্টগ্রাম অঞ্চলের মোট ১০ টি স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী পরিচালিত স্কুল এবং কলেজসমূহে একই ধরনের কর্মসূচী পালন করা হয়েছে। এর পাশাপাশি আবেগঘন এই দিবসটি পালনের অংশ হিসেবে সেনাবাহিনী পরিচালিত চট্টগ্রাম এরিয়া ও পার্বত্য চট্টগ্রামের সকল কলেজ ও স্কুলসমূহে শেখ রাসেল এর জীবনীর উপর আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনসহ ‘শেখ রাসেল কর্ণার’ স্থাপন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবলে ব্রাদার্স, কাস্টমসের জয়
পরবর্তী নিবন্ধরাব্বির সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে চট্টগ্রাম