চট্টগ্রাম সেনানিবাসে টিকা নিলেন জিওসি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সেনানিবাসে করোনার টিকা নিলেন জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন। তিনি গতকাল দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।
এবিষয়ে তিনি বলেন, ২৪ পদাতিক ডিভিশনের সদর দপ্তর ও চট্টগ্রাম এরিয়ায় ছয়টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের দুই কেন্দ্র হলো- সিএমএইচ ও ওপিসি ভাটিয়ারি। আর পার্বত্য চট্টগ্রামের চারটি কেন্দ্র হলো বান্দরবান, খাগড়াছড়ি, গুইমারা ও রাঙামাটি।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে কর্মরত সকল সেনা সদস্যকে টিকা দেয়া হবে। প্রথম ধাপে চট্টগ্রাম সেনানিবাসের জন্য চার হাজার টিকা সংগ্রহ করা হয়েছে। চাহিদা সাপেক্ষে আরও টিকা সংগ্রহ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৩ বছরেও জিইএম প্লান্টে তৈরি হয়নি দুই লাখ প্রি-পেইড মিটার
পরবর্তী নিবন্ধ৭৮৬