চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বার্ষিক সাধারণ সভা গত ১৬ অক্টোবর চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবু। সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী প্রয়াস। অর্থ সম্পাদকের আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মো. সোহেল রানা।
সংগঠনের সাবেক সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, বিদ্যানন্দের প্রতিনিধি জোবায়দুর রশীদ হানিফ, কথন প্রকাশনার স্বত্বাধিকারী ফারুক হাসানের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সভায় বক্তব্য রাখেন ডা. মাহফুজুর রহমান, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গবেষক জামাল উদ্দিন, পরিষদের সিনিয়র সহসভাপতি রেহেনা চৌধুরী, সহসভাপতি ছড়াকার মিজানুর রহমান শামীম, প্রকাশক কবি মুহম্মদ নুরুল আবসার, প্রফেসর ড. শিব প্রসাদ শূর, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, প্রকাশক কবি মনিরুল মনির, সাংবাদিক আরিফ রায়হান, মোহাম্মদ জাফরুল্লাহ্, বিজ্ঞান লেখক আখতারুল ইসলাম, মুখতার হোসাইন সিকদার, আ ন ম তৈয়্যব আলী, আফছার উদ্দিন লিটন ও একরাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ড. সৌরভ শাখাওয়াত।
সভা শেষে আগামী দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনার জন্য পূর্ববর্তী নির্বাচন কমিশনার ডা. মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক রাশেদ রউফ ও গবেষক মুহাম্মদ শামসুল হকের সমন্বয়ে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।