চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের আলোচনা সভা

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল সমপ্রতি নগরীর একটি রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ, প্রকাশক পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, সিনিয়র সহসভাপতি রেহেনা চৌধুরী, চট্টগ্রাাম সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা মামুনুর রশিদ। প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শিবপ্রসাদ সূর, . সৌরভ শাখাওয়াত, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, অর্থ সম্পাদক সোহেল রানা, লেখকসাংবাদিক আরিফ রায়হান, প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম মাসুম, গাজী মো. জাহেদ, ইঞ্জিনিয়ার চৌধুরী ফাহাদ, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, শিশুসাহিত্যিক আখতারুল ইসলাম, কাজী সাইফুল হক, মো. জসীম উদ্দিন, কিশোর হাবীব, সাতির মাহদি, প্রকাশক ও সঙ্গীতশিল্পী রানা মল্লিক, একরাম আজাদ, ইসমাইল হোসেন নিশান, ফরিদা সুলতানা প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুদ্রণশিল্পের স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ জোহেব।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে সম্মাননা স্মারকপ্রাপ্ত ড. শামসুদ্দিন শিশির, মিজানুর রহমান শামীম ও ফারজানা রহমান শিমুকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া প্রকাশক পরিষদের নতুন সদস্যদের অভ্যর্থনা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির নামে কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
পরবর্তী নিবন্ধপরিবেশের বিপর্যয়ের কারণে নিরাপদ পানির সংকট বাড়ছে