চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাবের উদ্যোগে সম্মাননা প্রদান

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

ফুটবলাঙ্গনে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বেশ ক’জন ফুটবল ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাব। গতকাল সন্ধ্যায় বায়েজিদ বোস্তামি রোডস্থ পিএইচপি অক্সিজেন টার্ফে অনাড়ম্বর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া পৃষ্ঠপোষক ও সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি মসিউল আলম স্বপন। ডা. ইমরুল সাত্তারের সভাপতিত্বে ও চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাব এর প্রতিষ্ঠাতা সালাহ্‌উদ্দিন জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন কে এম স্পোর্টিং ক্লাবের সিজেকেএস কাউন্সিলর শফিউল আলম বাদশা, কোচ নজরুল ইসলাম লেদু, মাসুদ কায়সার, শামসুদ্দিন চৌধুরী, মোহাম্মদ কাসেম, হায়দার কবির প্রিন্স, শাহনেওয়াজ চৌধুরী শামীম ও দেবাশীষ বড়ুয়া দেবু, ফিফা রেফারি আবদুল হান্নান মিরণ ও জি এম চৌধুরী নয়ন, ক্রীড়া সাংবাদিক এ জেড এম হায়দার, সাইফুল্লাহ্‌ চৌধুরী, নজরুল ইসলাম ও হুমায়ুন কবির কিরণ, সাবেক জাতীয় ফুটবলার আনোয়ার হোসেন ও আসাদুর রহমান এবং জাতীয় ফুটবলার মামুনুল ইসলাম, মোহাম্মদ নাছির ও শাখাওয়াত রনি। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাব কর্মকর্তা টিংকু ভট্টাচার্য্য, মোহাম্মদ সোহেল, ডা. সলোমন মার্ডি (স্যামাসাং), আশু বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরান
পরবর্তী নিবন্ধসিপিএলের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে ব্যর্থ সাকিব