চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিল না রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রাজশাহী। তাতেই চট্টগ্রাম ও সিলেটকে সঙ্গে নিয়েই কোয়ালিফায়ার নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্তরা। ম্যাচের শুরুতে নেমে ১৩১ রান করে ঢাকা। জবাবে ২৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় নাজমুল হোসেন শান্তদের। এই জয়ের পর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে রাজশাহী। ৮ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ১২ পয়েন্ট। সমান ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই ও তিন নম্বরে অবস্থান চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের। ১৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৮ রানের উদ্বাধনী জুটি পায় রাজশাহী। মাত্র ১৩ বলে ২২ রান করে আউট হন ওপেনার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পরের উইকেটে নেমে ৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। এদিকে আপনতালে খেলতে থাকেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। চারছয়ের ফুলঝুরিতে ফিফটি ছাড়িয়ে যান তিনি। তানজিদের ইনিস থামে ৭৬ রানে। মাত্র ৪৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও পাঁচটি ছয়ে সাজানো। এরপর জিমি নিশামকে নিয়ে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। ১২ রানে মুশফিক ও ১৪ রানে নিশাম অপরাজিত থাকেন।

এর আগে সিলেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পায় রাজধানীর দলটি। উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন মিলে গড়েন ৫৪ রানের জুটি। দ্রুত ২৭ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন উসমান। এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। উসমানের পর সর্বোচ্চ ২৪ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। এছাড়া সাব্বির রহমান ১৪, মোহাম্মদ মিঠুন ১৩, আব্দুল্লাহ আল মামুন ১২ ও ইমাদ ওয়াসিম ১১ রান করেন। বাকিরা সাজঘরে ফেরেন দুই অঙ্কের ঘর স্পর্শ করার আগেই। রিপন মণ্ডল হ্যাটট্রিক নিলেও রাজশাহীর সবচেয়ে সফল বোলার আব্দুল গাফফার সাকলাইন। ৪ ওভার বল করে মাত্র ২৪ রানের খরচায় চারটি উইকেট নেন তিনি। ৩০ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন রিপন। এছাড়া অভিষিক্ত মোহাম্মদ রুবেল দুটি ও বিনুরা ফার্নান্দো একটি করে উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের স্কুল ভলিবলে কাস্টমস ল্যাবরেটরী চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম পাচ্ছে বাফুফে : ক্রীড়া উপদেষ্টা