চট্টগ্রাম সিটি কলেজের ইংলিশ এলামনাই গঠিত

স্বপন আহ্বায়ক, আলাউদ্দিন সদস্য সচিব

| শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১২:৩৭ অপরাহ্ণ

সরকারী সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের এলামনাই গঠনের উদ্দেশ্যে সমপ্রতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ইংলিশ অ্যালামনাই, সরকারি সিটি কলেজ গঠন করা হয়েছে। প্রথম ব্যাচের শামসুল আলম রিপনকে আহ্বায়ক ও চতুর্থ ব্যাচের মো. আলাউদ্দিনকে সদস্য সচিব করে সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের মাঝে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও প্রয়োজনীয় সহযোগিতা, ইংরেজী বিভাগের অসচ্ছল মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তি চালু, বিভাগের ছাত্রছাএীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার কাউন্সেলিংসহ নানাবিধ কাজে এলামনাই কাজ করে যাবে। আগামী ২১ জুন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত কামাল সাগর ও সাজ্জাদ খান, সদস্য, রেজাউল করিম স্বপন, সালেহ বিপ্লব, সঞ্জয় পাল, রোজী আইরিন নাহার, অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, ভেনিসা রড্রিগস্‌, আবুল ফতেহ মোঃ ঈশা খান, সেলিম উদ্দিন চৌধুরী, তাবাসসুম সুলতানা, এ এম এম জায়াদ, সুমিত চৌধুরী, এ এম মাসুদ খান, পাভেল দাশ, রাজিব সাহা, আহামেদ হোসাইন সোহেল, দিবাকর কানুনগো, সৌমেন শীল, সুমন কান্তি দাশ, রেজাউল করিম, সুমন বণিক ও চমক আচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবু তালেব আলমদার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পেকুয়ার ৩ সিএনজি চোর আটক