চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ফুটবল দলের অনুশীলন উদ্বোধন

| মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৪:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশ গ্রহনকারী চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ফুটবল অনুশীলন গত রোববার চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলন উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। চসিক ক্রীড়া স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও চসিক একাদশের সভাপতি আতাউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল আলম, চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়র মহোদয়ের একান্ত সচিব আবুল হাসেম, চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, ১৬ নং চকাজার ওয়ার্ড কাউন্সিলর ও চসিক প্রিমিয়ার ডিভিশন ফুটবল একাদশ ক্লাবের ম্যানেজার নুর মোস্তফা টিনু, এজিএস মোজ্জাম্মেল হক মানিক, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দীন, ফুটবল কমিটির সভাপতি কৃষ্ণ কমল সেন, ফুটবল সম্পাদক রিপন কিশোর রায়, প্রধান কোচ আসাদুর রহমান আসাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ক্যারিয়ার ফেয়ার
পরবর্তী নিবন্ধভেতরে ফুটবল লিগ আর বাইরে শেখ রাসেল ক্রিকেট