চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের অনুশীলন শুরু

| বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত আসন্ন মেয়র চ্যালেন্স কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর স্পেশাল ম্যাজিস্টেট মো. শোয়েব উদ্দিন খান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক আলী আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি শহিদুল ইসলাম। অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব ও সাবেক জাতীয় খেলোয়াড় জাহেদ পারভেজ। আরও উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, সিজেকেএস ক্লাব সমিতির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সিটি কর্পোরেশন একাদশের এজিএস কাজী মোজাম্মেল হক মানিক, কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, ম্যানেজার কৃষ্ণ কমল সেন, সহকারী ম্যানেজার রিয়াদ হোসেন রিয়াদ, প্রধান কোচ আনোয়ার হোসেন, সহকারী কোচ নজরুল বাবু ও বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাবেক ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় সহ সংশ্লিষ্ট কর্মকতারা।

অনুষ্ঠানে সিটি করপোরেশন একাদশের কর্মকতারা ও খেলোয়াড়রা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রধান অতিথি অনুশীলন কার্যক্রমের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধট্রফি ফেরত দিতে পিসিবি প্রধানকে কঠোর হুশিয়ারি ভারতীয় বোর্ডের
পরবর্তী নিবন্ধপাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহীন আফ্রিদি