চট্টগ্রাম সিটিকে বাসযোগ্য করে তুলতে চাই : মেয়র

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৫০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর তার বহদ্দারহাটস্থ বাসভবনে সৌজন্যে সাক্ষাত করেন। মেয়র বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশ আজ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ একটি দেশ গঠন করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ও ক্লান্তিহীন পরিশ্রমে সারাদেশে ব্যাপক উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছেন। চট্টগ্রাম সিটিকে ক্লিন, গ্রিন ও একটি বাসযোগ্য বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর কর্মী হয়ে নগর বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতৃবৃন্দ ভূমিকা রাখতে পারেন।
এ সময়ে উপস্থিত ছিলেন রূপক ঘোষ অপু, সিরাজুল হক, এস এম আবুল কালাম আজাদ, আবু বক্কর বক্কু, মো. বেলাল, রতন চক্রবর্তী, আচলা আচার্য্য, মো. মোজাফফর, দ্বীন মোহাম্মদ, হাবিব, মো. হাসান, রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাসক নয়, সেবক হিসেবে আমৃত্যু কাজ করতে চাই : ফজলে করিম
পরবর্তী নিবন্ধআওয়ামী কর্মী পরিচয়েই বেশি সম্মানিত হয়েছি : মোশাররফ