চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারে চীবর দানোৎসব

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব জে. এম সেন হল প্রাঙ্গণে মহেশখালী ভিক্ষু সমিতির সভাপতি দীপানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস. লোকজিৎ মহাস্থবির। উদ্বোধনী বক্তব্য রাখেন বিহারাধ্যক্ষ প্রজ্ঞাপাল মহাথের। মূখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া। ধর্মদেশনা করেন বিনয়লংকার ভিক্ষু, জ্ঞানপ্রিয় ভিক্ষু, ভদন্ত প্রিয়রত্ন থের। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ( অব.) রাহুল কান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন সুকান্ত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী অজন্তা বড়ুয়া অপরূপা, লোটন বড়ুয়া ও ইন্দ্রজিত বড়ুয়া।অষ্টপরিস্কার সহ সংঘদান জিনানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ধর্মদেশনা করেন জিনানন্দ মহাস্থবির, দেবমিত্র মহাথের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের ট্রেন লাইনে উঠে গেছে, আর অপেক্ষা নয়
পরবর্তী নিবন্ধফিশারিঘাট এলাকায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার