চট্টগ্রাম সাধারণ ব্রাহ্মসমাজের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মাঘোৎসব উদযাপিত হয়েছে। গত ২৫ জানুয়ারি উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম চারুকলা কলেজের অধ্যক্ষ (অব.) রীতা দত্ত। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক বিদ্যুৎ কুমার দাশ। ব্রাহ্মসংগীত ও উপনিষদ হতে আবৃত্তির মাধ্যমে মাঘোৎসবের আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ ব্রাহ্মসমাজ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রনবীর পাল রবি। সংগঠনের সাধারণ সম্পাদক অন্জন দত্তের সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন ব্রাহ্মসমাজের উপদেষ্টা অ্যাড. সুখময় চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন অ্যাড. চন্দন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আর.কে দাশ রুপু, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, বিপ্লব দে পার্থ। সভায় বক্তারা ব্রাহ্মসমাজের বিপক্ষে পরিচালিত সকল ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শান্তি বাচনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












