চট্টগ্রাম সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ও বিশেষ সাধারণ সভা গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটির সভাপতি ও পাঁচলাইশ থানা সমবায় অফিসার মো. শফিউল আলমের সভাপতিত্বে সভায় তফসিল অনুযায়ী বিধি মোতাবেক প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সভাপতি আনুষ্ঠানিভাবে আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সোসাইটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। নির্বাচিত কর্মকর্তারা হলেন– সভাপতি মো. খোরশেদ আলম, সহ–সভাপতি মো. আবিদ হোসেন, সম্পাদক যীশু রায় চৌধুরী, কোষাধ্যক্ষ জাকির হোসেন লুলু, সদস্য দেব প্রসাদ দাশ ও আইয়ুব আলী। এসময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফটিকছড়ি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আবদুল শহিদ ভূঁঞা, সদস্য জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আমীর হোছাইন, সদস্য জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং নির্বাচন কমিটির সদস্য জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক হিমেল দে ও সদস্য জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শাহ এরফানুল হক। প্রেস বিজ্ঞপ্তি।