সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষ্যে প্রস্তুতি সভা গত ১৩ মার্চ আন্দরকিল্লাস্থ অ্যাডপ্রেসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম। সভায় আগামী ২৩ মার্চ শনিবার সরকারি কর্মাস কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল কাজির দেউড়ি মোড়ের টাইম স্কোয়ার কমিউনিটি সেন্টার অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সদস্য সচিব সাইফুল আলম খানের সঞ্চালনায় বক্তব্য দেন, প্রফেসর আবু মো. রহিম উল্যাহ, আ ন ম ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, মো. হারুন ইউসুফ, নওশাদ আলম চৌধুরী, ফরিদ আহমদ, সৈয়দ মোহাম্মদ খালেদ, জিয়া উদ্দিন আসিফ, সৌরভ বড়ুয়া রয়েল, আনোয়ারুল আনিস কাঞ্চন, ইয়াসির আরাফাত, এহতেশাম রিশতা প্রমুখ।
এ সময় সমিতির সদস্যদের সমিতির আজীবন সদস্য কার্ডসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া যে সকল আজীবন সদস্য এখনো আজীবন সদস্য কার্ড সংগ্রহ করেননি তাদেরকে রাজাপুকুর লেইনস্থ অ্যাডপ্রেস হতে সমিতির আজীবন সদস্য কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয় এবং কার্ড সম্পর্কিত বিস্তারিত যে কোনো তথ্যের জন্য সমিতির দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ খালেদ ০১৮১৯–১০২১২২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












