চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০০০ ব্যাচের ৩ দিন ব্যাপী আয়োজনে রজতজয়ন্তী, পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে সিপিডিএল গ্যালারিয়ায়। শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থপতি রাব্বানী, তিনি ব্যাচের পারস্পরিক বন্ধন ও পুনর্মিলনের তাৎপর্য তুলে ধরেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল প্রাক্তন শিক্ষকদের উপস্থিতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. শুভ রক্ষিত এবং ডা. নওশাদ। সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী আফরাহিম নূর, যিনি সকল অতিথি, শিক্ষক, পরিবারবর্গ ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আয়োজন এর শেষে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র। পরবর্তীতে রিসোর্ট ভ্রমণ,সাংস্কৃতিক সন্ধ্যা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












