চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সুহৃদ সম্মেলনী

| রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৫:০০ পূর্বাহ্ণ

বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনছুর কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে নগরীর চন্দনপুরাস্থ সাফা আর্কেট কমিউনিটি সেন্টারে এক সুহৃদ সম্মেলনীর আয়োজন করা হয়। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক ওসমান গনি মনছুরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এজন্য গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের পথ আজ প্রশস্ত হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান পরবর্তী সময়ে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এতে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নসরুল কদির, ড্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম জানে আলম, এডভোকেট কপিল উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. হাসান আলী, এড. এস ইউ এম নুরুল ইসলাম পিপি, সাংবাদিক নেতা মুস্তফা নঈম, কামরুল হুদা, সাইফুল ইসলাম শিল্পী, আলমগীর অপু, ড্যাবের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, পেশাজীবী নেতা সালাউদ্দীন আলী, ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, ড্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, ডা. মো. হারুন, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন ও এডভোকেট সানজিদা সানজি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে ‘ক্রিয়েটরস স্পট লাইট’
পরবর্তী নিবন্ধনিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে