চট্টগ্রাম সমিতি-ঢাকার সাধারণ সভা

রাজু আহ্বায়ক, ফরিদ সদস্য সচিব

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতিঢাকার জরুরি সাধারণ সভা গতকাল সম্পন্ন হয়েছে। সভায় আগামী ৬ মাসের জন্য একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। সমিতির মিলনায়তনে জীবন সদস্য প্রফেসর মুহম্মদ মুসা খানের সভাপতিত্বে এবং এডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এম এ হাশেম রাজুকে আহ্বায়ক এবং এডভোকেট ফরিদ উদ্দিন খানকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়।

সভায় মুহাম্মদ মুজিবুর রহমান, নাছির উদ্দিন মিজান, ফরিদ উদ্দিন খান, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জহির উদ্দিন পিয়াল, মোহাম্মদ হাসান আল মাহমুদ, মোহাম্মদ জাকারিয়া হোছাইন, নাসির উদ্দিন শাওন, সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বাবু, মঞ্জুর মোর্শেদ মামুন, আবদুর রহমান রাসেল, আবু সাদেক কাইয়ুম, মোহাম্মদ ইসমাইল, আনিসুর রহমান, মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ বক্তব্য রাখেন। নবগঠিত এডহক কমিটি আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সমিতিঢাকার ভবনে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম অটো স্পেয়ার পার্টস এসোসিয়েশনের অভিষেক
পরবর্তী নিবন্ধফিলিস্তিনিদের সুরক্ষায় জাতিসংঘ ও ওআইসিকে এগিয়ে আসতে হবে