চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি আবু আলম চৌধুরীর ইন্তেকাল

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতিঢাকার সাবেক সভাপতি এবং এফবিসিসিআই’র সাবেক সহসভাপতি আবু আলম চৌধুরী (৭৬) গত ২৭ ফেব্রুয়ারি রাত ১১ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মরহুমের ১ম জানাযা তার গ্রামের বাড়ি বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়। ২য় জানাজা আজ বুধবার বাদ জোহর নিকুঞ্জ১ জামে মসজিদ প্রাঙ্গণ, ঢাকায় অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে তাকে নিকুঞ্জ কবরস্থানে দাফন করা হবে।

আবু আলম চৌধুরীর ইন্তেকালে চট্টগ্রাম সমিতিঢাকার পক্ষ থেকে সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন চৌধুরী, চিটাগাং চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক নিপুল কুমার দের বড় ভাইয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধপাঠানপাড়া সমাজের আলোচনা সভা