চট্টগ্রাম সমিতি–ঢাকা’র নির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ গতকাল শনিবার তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি ভবনে মাহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী উজ্জ্বল মল্লিক। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অতিরিক্ত সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী ও নবনির্বাচিত সভাপতি ড. চৌধুরী মাহমুদ হাছান।
বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সভাপতি ড. মো. আবদুল করিম, জয়নুল আবেদীন জামাল।
উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও অতিরিক্ত সচিব (পিআরএল) মোহাম্মদ মুনীর চৌধুরী, সাবেক সভাপতি লায়লা সিদ্দিকী, উপদেষ্টা পরিষদের সদস্য সুব্রত বড়ুয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মোস্তফা কামাল, নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যগণ, বর্তমান নির্বাহী পরিষদ, ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ, হাসপাতাল কমিটির কর্মকর্তাগণ ও সমিতির জীবন সদস্যগণ।
সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












