চট্টগ্রাম সমিতি কানাডার অভিষেক ও পুনর্মিলনী গত ১৯ জুন টরেন্টোর ৯নং ডজ রোডের কানাডিয়ান লিজিওন হলে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কানাডার কনস্যুলার জেনারেল লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন অন্টারিও পার্লামেন্টের সদস্যা ডলি বেগম।
বক্তব্য রাখেন প্রফেসর ড. শাহাদাত হোসেন খান, প্রফেসর ড. কাজী সদরুল হক, মোহাম্মদ হাসান, মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল, আজিজুর রহমান প্রিন্স প্রমুখ। সভার শুরুতে সমপ্রতি সীতাকুন্ডে মর্মান্তিক দুর্ঘটনায় এবং দেশে বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, এধরণের মিলনমেলার মাধ্যমে প্রবাসে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় হয়। বক্তারা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং চট্টগ্রাম সমিতি কানাডার যাত্রাকে স্বাগত জানান।
এই সংগঠন আগামীতে অত্র কমিউনিটিতে একটা সফল এবং অনুকরণীয় সংগঠন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা সিলেটে বন্যায় অসহায় মানুষের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে টরোন্টো ছাড়াও মিল্টন, হ্যামিলটন, ওকভিল, কিচেনার, পিটারবোরো, মন্ট্রিয়েল থেকেও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ব বাবা দিবস উপলক্ষে কমিউনিটির প্রফেসর ড. শাহাদাত হোসেন খান, প্রফেসর ড. কাজী সদরুল হক, মোহাম্মদ হাবীবুল্লাহ দুলাল, বীর মুক্তিযোদ্ধা ড. জয়নাল আবেদীন, একাউন্ট্যান্ট আবু তৈয়ব এবং এমদাদ হোসেন চৌধুরীকে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রেস বিজ্ঞপ্তি।












