চট্টগ্রাম সমিতি ওমানের ৪ সদস্য প্রবাসী-সিআইপি নির্বাচিত

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতিসহ ৪ জন এবার প্রবাসী বা এনআরবি সিআইপি (কমার্শিয়াল ইম্পটেন্ট পার্সন) মর্যাদা অর্জন করেছেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার এবার ২০১৮ সালের জন্য সারাবিশ্বের ৩৮ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি নির্বাচিত করেছে। এর মধ্যে ওমানপ্রবাসী ৪ জন সিআইপিই চট্টগ্রামের সন্তান। আগামী ৬ জানুয়ারি ঢাকায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচিত প্রবাসী সিআইপিদের সনদ প্রদান করা হবে।
চট্টগ্রাম সমিতি ওমানের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী’ ক্যাটাগরিতে টানা ৫ম বারের মতো সিআইপি মর্যাদা অর্জন করেছেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ সর্তার মোহাম্মদ মুছা চৌধুরীর ছেলে।
একই ক্যাটাগরিতে সমিতির উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক চৌধুরী ৪র্থ বারের মতো এনআরবি সিআইপি নির্বাচিত হয়েছেন। তিনি আনোয়ারা উপজেলোর টেকোটা গ্রামের আবদুর রহমান চৌধুরীর ছেলে। চট্টগ্রাম সমিতি ওমানের সহ সভাপতি এবং ওমানে বাংলাদেশ স্কুল মাস্কাটের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান একই ক্যাটাগরিতে ৩য় বারের মতো এনআরবি সিআইপি মর্যাদা অর্জন করেছেন। তিনি রাউজান উপজেলার গশ্চি দেওয়ানপুরের মাহামদুর রহমানের ছেলে। তিনি এনআরবি-সিআইপি এসোসিয়েশনের অর্থ সম্পাদক পদে রয়েছেন। এ ছাড়া সমিতির সদস্য ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরুংয়ের মুমিন বাড়ির আলেফুর রহমানের ছেলে ওমানপ্রবাসী ব্যবসায়ী মো. তৌহিদুল আলম প্রথমবার সিআইপি নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধশিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম অনিবার্য অনুষঙ্গ