চট্টগ্রামে প্রথমবারের মতো প্রবাসী উৎসব আয়োজন করেছে চট্টগ্রাম সমিতি ওমান। বুধবার রাতে নগরের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত উৎসবে অংশ নেন ওমানে বসবাসরত চট্টগ্রামের কয়েক’শ প্রবাসী ও তাদের পরিবার। অনুষ্ঠানে ৯ জন এনআরবি ৭০ জন ওমান প্রবাসীকে মানবতার সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছিরউদ্দিন, মোসলেম উদ্দিন আহমদ এমপি, জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, হযরত শাহ আমানত আন্ত্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খাঁন, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ পরিচালক জহিরুল আলম মজুমদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হুইপ শামসুল হক চৌধুরী বলেন, প্রবাসীরা যদি দেশে কোনো কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং এতে কারো কাজের সুযোগ সৃষ্টি হয় সেটাই বিনিয়োগ হিসেবে ধরে নেওয়া যাবে। সত্যিকার অর্থে প্রবাসীরা রেমিট্যান্সযোদ্ধা। সেটি আমাদের স্বীকার করতেই হবে। তারা যদি বিমানবন্দরে বা এদেশে এসে বিনিয়োগ করতে কোন ধরনের সমস্যায় পড়েন তবে আমাদের কাছ থেকে তারা সব ধরনের সহায়তা পাবেন। এসময় দেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করে নতুন সম্ভাবনাগুলো থেকে লাভবান হতে ওমানপ্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এসময় তিনি চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে প্রবাসীদের যে কোন ধরনের ব্যবসায়িক ও বিনিয়োগ সহায়তা দেয়ার আশ্বাস দেন। চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে বাস্তবমূখী ও যুগান্তকারী অনেক উদ্যোগ নিয়েছে। তারপরও প্রবাসীদের অনেক ভোগান্তি ও সমস্যা রয়ে গেছে।
তাই সরকারসহ সংশ্লিস্ট সংস্থাগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে রেমিটেন্সেযোদ্ধা প্রবাসীদের দূর্ভোগ লাঘবে আরও আন্তরিক হওয়ার।