চট্টগ্রামে শোক আর মাতমে শেষ হলো তাজিয়া মিছিল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৩:২৬ অপরাহ্ণ

কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে চট্টগ্রামের রাজপথে শোক মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়। শত শত নারী-পুরুষসহ শিশু-কিশোররা কালো পোশাক পরে খালি পায়ে মিছিলে অংশ নেন।

এ সময় তাঁরা শোকাবহ কারবালার নানা ঘটনাবলি তাজিয়া, প্রতীকী কফিন, পতাকা, স্লোগান, মাতমে তুলে ধরেন। মঙ্গলবার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের হয়।

মাওলানা আমজাদ হোসেন এতে নেতৃত্ব দেন। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

মিছিলটি কালীবাড়ী মোড়, নিউমার্কেট মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে ফিরে যায়। সেখানে দিনব্যাপী শিয়াদের চিরায়ত ঐতিহ্য অনুযায়ী আচার-অনুষ্ঠান, আলোচনা আর প্রার্থনা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৮ জন
পরবর্তী নিবন্ধকালুরঘাট-পটিয়া বাইপাস সড়কে ৬ লাখ টাকার মাদকসহ আটক ৩