মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ–ই মিলাদুন্নবী (সাঃ)-২০২৫ পালন উপলক্ষে সম্প্রতি হামদ, না’ত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ্ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জসিম উদ্দিন, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে পবিত্র ঈদ–ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সবশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া–মুনাজাত করা হয়। অনুষ্ঠানে শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা, প্রশিক্ষক–প্রশিক্ষণার্থী শিক্ষক–শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।











