বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ৬ দিনব্যাপী ‘শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩’। ১৩ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বইমেলা ও শিশুসাহিত্য উৎসব উদ্বোধন করবেন ওপার বাংলার প্রখ্যাত ভাষাতাত্ত্বিক পণ্ডিত অধ্যাপক ড. পবিত্র সরকার। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন এ বাংলার প্রখ্যাত সমাজবিজ্ঞানী, সাহিত্যিক অধ্যাপক ড. অনুপম সেন।
শেখ রাসেল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা : শেখ রাসেল বইমেলা উপলক্ষ্যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৪ বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথমকে দেওয়া হবে ৫০০ টাকার বই, ৫০০ টাকা নগদ ও সনদ; দ্বিতীয়কে দেওয়া হবে ৪০০ টাকার বই, ৪০০ টাকা নগদ ও সনদ; এবং তৃতীয়কে দেওয়া হবে ৩০০ টাকার বই, ৩০০ টাকা নগদ ও সনদ। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে দেওয়া হবে কমপক্ষে ২০০ টাকার একটি করে বই। প্রতিযোগিতার বিভাগ : ক (প্লে গ্রুপ থেকে ২য় শ্রেণি), খ (৩য় থেকে ৫ম শ্রেণি), গ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি), ঘ (৯ম থেকে একাদশ শ্রেণি)। শেখ রাসেলের ওপর যে কোনো কবিতা আবৃত্তি করা যাবে। প্রতিযোগিতার তারিখ ও সময় : ১. ক বিভাগ– ১৩ অক্টোবর শুক্রবার, বিকেল সাড়ে ৪টা। ২. খ বিভাগ– ১৪ অক্টোবর শনিবার, বিকেল সাড়ে ৪টা। ৩. গ বিভাগ–১৫ অক্টোবর রোববার, বিকেল সাড়ে ৪টা। ৪. ঘ বিভাগ– ১৬ অক্টোবর সোমবার, বিকেল সাড়ে ৪টা। পুরস্কার বিতরণ : ক ও খ বিভাগ – ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা এবং গ ও ঘ বিভাগ– ১৮ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৪টা, স্থান : জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম। ফরম জমাদানের শেষ তারিখ : ১০ অক্টোবর ২০২৩। ফরম গ্রহণ ও জমা দেওয়ার স্থান : আইকো, পূর্বদেশ বিল্ডিংয়ের ২য় তলায়, কদম মোবারক বাই লেইন, হোটেল দস্তগীরের বিপরীত গলি, মোমিন রোড, চট্টগ্রাম। মোবাইল : ০১৮১৮–০১৬৫৮০। ফরমের ফি নেই। প্রেস বিজ্ঞপ্তি।












