চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক রেজাউল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক রেজাউল করিম। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ২ শাখার উপ সচিব মোছা: রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রেজাউল করিম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করা অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের স্থলাভিষিক্ত হবেন। চলতি বছরের ১৮ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতারের অবসরোত্তর ছুটির পর পদটি শূন্য হয়। পদাধিকার বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বোর্ড সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ।

অধ্যাপক রেজাউল করিমের বাড়ি চকরিয়ার পালাকাটা এলাকায়। তিনি ১৫তম বিসিএসএ সাধারণ শিক্ষা ক্যাডারে যোগ দেন। পরবর্তীতে তিনি সিলেটের এমসি কলেজ, চট্টগ্রাম কলেজ, হাতিয়া সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, কঙবাজার সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে শিক্ষকতা করেন। তিনি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন লেখক, গবেষক ও কবি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের ভাণ্ডার শাখায় দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধবাংলাদেশের লৌহ ও ইস্পাত শিল্পে বিশ্ববাজার সৃষ্টি হচ্ছে