চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে বিরোধের জের ধরে সচিবকে বদলি করা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বদলির আদেশ জারি করা হয়। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথকে বোর্ডের নয়া সচিব পদে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারের সাথে বোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিমের নানা বিষয়ে বিরোধ দেখা দেয়। বেশ কিছুদিন ধরে চলে আসা এই বিরোধে শিক্ষা বোর্ডের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মাচারীদের মাঝেও তৈরি হচ্ছিল নানা সংকট।
অবশেষে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা–২ থেকে জারি করা সার্কুলারে শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে বদলি করা হয়েছে। একই আদেশে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথকে বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়েছে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে এই বদলি আদেশ কার্যকর করতে বলা হয়েছে। গতকালের আদেশে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে কাউকে পদায়ন করা হয়নি।