চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই হলে বসতে হবে পরীক্ষার্থীদের

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৪:২৩ পূর্বাহ্ণ

দশ দিন পিছিয়ে দেয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। আজ রোববার যোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষায় বসবে চট্টগ্রামের শিক্ষার্থীরা। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে পৌঁছাতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরীক্ষার্থীদের হাতে সময় রেখে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন বোর্ড চেয়ারম্যান।

পরবর্তী দিন থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর স্থগিত হওয়া প্রথম চারটি পরীক্ষা পরিবর্তিত সূচি অনুযায়ী নেয়া হবে বলেও জানান বোর্ড চেয়ারম্যান।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বন্যায় বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের কথা চিন্তা করে চট্টগ্রামসহ তিন বোর্ডের প্রথম চারটি পরীক্ষা স্থগিত করা হয়। সে হিসেবে দশ দিন পিছিয়ে ২৭ আগস্ট থেকে এই তিন বোর্ডে পরীক্ষা শুরুর সিদ্ধান্তের কথা জানায় আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাবকমিটি।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের (২০২৩ সালের) এইচএসসি পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র অংশ নিচ্ছে ৪৭ হাজার ৫৩২ জন। আর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৯২৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২০ হাজার ৭৪৫ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ৯৭০ জন ও মানবিক বিভাগ থেকে ৪৬ হাজার ৭৪৬ জন এবং গার্হস্থ্য বিজ্ঞানে ৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট ২৭৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে এবার। চট্টগ্রামের পাঁচ জেলায় (চট্টগ্রাম, কঙবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) মোট ১১৩টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবছর এইচএসসিতে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়েই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে শেষ সময়ে এসে তথ্য ও আইসিটি বিষয়ের ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অবশ্য অন্য সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে।

পূর্ববর্তী নিবন্ধএবার সেদ্ধ চাল রপ্তানিতে ভারতের ২০% শুল্কারোপ
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আ. লীগকে শেষ করে দেবে : কাদের