চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময়

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন আহমদের সাথে “বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি- বাকশিস” চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন আহমদ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় বাকশিসের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় বাকশিস নেতৃবৃন্দ তাঁদের বক্তব্য প্রদানকাল চট্টগ্রামে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষক ও শিক্ষা কর্মীদের নানামুখী সমস্যার সমাধান, শিক্ষার্থীদের কল্যাণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে আধুনিক ও গণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার জন্য বাকশিস নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের প্রতি আহবান জানান।

নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন আহমদ তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে সকল প্রকার সমস্যা সমাধানে বাকশিস নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। বাকশিস নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের গতিশীল নেতৃত্বে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক কর্মকাণ্ডের সফলতা কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক ড.এ কে এম সামসুদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ পারভেজ সাজ্জাদ চৌধুরী, কলেজ পরিদর্শক অধ্যাপক ড. সরওয়ার আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) অধ্যাপক মোহাম্মদ দিদারুল আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) আবদুল মান্নান।

মতবিনিময় সভায় বাকশিস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সমীর কান্তি দাশ, অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, অধ্যক্ষ কল্যাণ নাথ, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, অধ্যক্ষ শিব শংকর শীল, অধ্যাপক কে.এম মহিউদ্দিন, অধ্যাপক এস এম তৈয়ব, অধ্যক্ষ মোহাম্মদ কলিমুল্লাহ, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) হোসেন শহীদ অহিদুল আলম, অধ্যাপক মো. কামাল উদ্দিন, অধ্যাপক আবুল মনছুর দৌলতি, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, অধ্যক্ষ বিজন কুমার শীল, অধ্যাপক আবু নাঈম ইব্রাহীম চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন, অধ্যাপক ফোরকান উদ্দিন লাহেরী, অধ্যাপক সালমা আহসান, অধ্যাপক বি ইউ এম এমরান চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারীর (কঃ) খোশরোজ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ইয়াবা ও ছোলাই মদসহ আটক ২