মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মীরসরাই কলেজের পরিচালনা পরিষদসহ প্রতিনিধিদল। গতকাল বুধবার মীরসরাই কলেজের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফীর নেতৃত্বে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. কামাল উদ্দিন, প্রফেসর ইকবাল হোসেন, উত্তম কুমার প্রমুখ। এ সময় বোর্ডের চেয়ারম্যানের হাতে ‘আমাদের নোবেলজয়ী’ গ্রন্থ তুলে দেয়া হয়।












