চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল ২০২২ সংসদে উত্থাপন

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল, ২০২২’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি গতকাল জাতীয় সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। খবর বাসসের।

আদালতের নির্দেশে সামরিক সরকারের আমলে করা আইন ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ অর্ডিন্যান্স, ১৯৮৬’ বিলুপ্ত করে নতুন আইন করতে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল, ২০২২’ সংসদে উত্থাপন করা হয়।

বিলের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম মহানগরে অবস্থিত নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন এ মসজিদ। এ আইন পাস হলে অত্র অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে মসজিদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ
পরবর্তী নিবন্ধদুই ঘণ্টা আদালত কক্ষে তালা