চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে প্রস্তাবনা পেশ

চবি গবেষক দলের গবেষণা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী করণীয় নির্ধারণের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত ‘গবেষণা টিম’ একটি সুপারিশ ও প্রস্তাবনা পেশ করেছে। গতকাল বুধবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াই্‌ইয়া আখতারের হাতে এ সুপারিশ হস্তান্তর করেন। এ সময় চবি উপউপাচার্য (প্রশাসন) ও গবেষণা টিমের আহ্বায়ক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, গবেষণা টিমের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন, প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার, প্রফেসর ড. মো. ইকবাল সরোয়ার, প্রফেসর ড. এন. এম. সাজ্জাদুল হক ও সদস্যসচিব প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন।

এ গবেষণার মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা সমস্যার মূল কারণ চিহ্নিত করে একটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রতিকারমূলক ব্যবস্থা সুপারিশ করা। এ মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে গবেষণা টিম উক্ত বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে চিহ্নিত করে তথ্যউপাত্ত সংগ্রহ করে জলাবদ্ধতায় পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং ভূতত্ত্ব বিষয়ক প্রভাব নিরসনে করণীয়, জলাবদ্ধতায় কারিগরি ও প্রকৌশল বিষয়ক প্রভাব নিরসনে করণীয়, জলাবদ্ধতায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রভাব নিরসনে করণীয় এবং জলাবদ্ধতায় শাসন ও জনসচেতনতা বিষয়ক প্রভাব নিরসনে করণীয় এ চারটি বিষয়ে অভিজ্ঞদের সাথে ফোকাস গ্রুপ আলোচনার মাধ্যমে আলোচনা করে প্রাপ্ত ফলাফলের নিরিখে গবেষণা টিম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কিছু প্রস্তাবনা পেশ করেন।

চবি উপাচার্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ অভিপ্রায় ও নির্দেশনায় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘গবেষণা টিমকে’ চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে প্রস্তাবনা ও সুপারিশমালা পেশ করায় আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগবেষকদের চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়নে সরকারের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান। জানা গেছে, চবি উপাচার্য গত ১১ জানুয়ারি ২০২৫ তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ ও আলোচনা শেষে তার এ বিশেষ অভিপ্রায় ও নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি গঠন করেন। গতকাল বুধবার উক্ত কমিটি দীর্ঘ গবেষণা শেষে উপাচার্যের কাছে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা পেশ করেন।

পূর্ববর্তী নিবন্ধঅতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সারজিস
পরবর্তী নিবন্ধসংরক্ষিত বনে হাতির ক্ষতবিক্ষত মৃতদেহ, তুলে নেওয়া হয়েছে দাঁত