চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সদস্য পরিবারবর্গের অংশগ্রহণে সিএন্ডএফ এজেন্টস ফ্যামিলি নাইট গত শনিবার চট্টগ্রাম বোট ক্লাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি এ মহাসম্মিলনের আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে সিএন্ডএফ এজেন্টস পরিবারের মিলনমেলায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। তিনি চট্টগ্রাম শহরকে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি ও সেইফ সিটিতে রূপান্তর করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক মো. শফিউল আজম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। আরো বক্তব্য রাখেন ফেডারেশন অব সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক আলম, মংলা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক মো. মোশাররাফ হোসেন এবং ফ্যামিলি নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান ও প্রথম সহ–সভাপতি মো. নুরুল আবছার। এরপর সভাপতি এস এম সাইফুল আলম কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ ও ফ্যামিলি নাইট উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সিএন্ডএফ এজেন্টরা দিনরাত ২৪ ঘণ্টা নিরলস পরিশ্রমের মাধ্যমে আমদানি–রপ্তানি কার্যক্রম সম্পাদন করে দেশের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের ব্যস্ত ও কর্মচঞ্চল জীবনে সামান্য আনন্দ–বিনোদনের সুযোগ করে দিতেই এই ফ্যামিলি নাইট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সংশ্লিষ্ট আয়োজক কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
ফ্যামিলি নাইটের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চিত্রনায়িকা দিঘীর নৃত্য পরিবেশনা, জনপ্রিয় কণ্ঠশিল্পী সন্দীপন, আনিকা ও ইমরানের সংগীত পরিবেশনা এবং সোহাগ ড্যান্স গ্রুপের নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রেস বিজ্ঞপ্তি।












