চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম পর্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতায় পতাকা উত্তোলন ও উদ্বোধন ঘোষণা করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এবং রিমা ট্রাস্টের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম। ২য় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএএর সাবেক প্রথম সহসভাপতি ও রিমা ট্রাস্টের চেয়ারম্যান এস এম নুরুল হক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম উদ্দিন, অংকন রায় ও ফারুক হোসেনের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষিকা মিসেস শবনব মুস্তারী ও মিসেস শফি বিনতে হুসনা খানম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাবীব রহমত উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসাইন, শামীম উদ্দিন, রেহেনা আকতার, নুসরাত জাহান, ইয়াসমিন আকতার, বেদৌরা মুসলিম প্রমুখ। ছাত্রছাত্রীরা ৫০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, মার্বেল দৌড়, চকলেট দৌড়, দড়ি লাফ, মোরগ লড়াই, বস্তা দৌড়, পিলো পাসিং, মিউজিক্যাল, চেয়ার, হাই জাম্প, বিস্কুট দৌড়, ব্যাঙ দৌড়, সুঁই সুতা ও যেমন খুশি তেমন সাজসহ প্রায় ৩১ ইভেন্টে অংশগ্রহন করে ১ম, ২য় ও ৩য় পুরস্কার লাভ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উৎসব অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধদ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন