চট্টগ্রাম লেডিস ক্লাবে মিলাদ মাহফিল

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ক্লাব মিলনায়তনে ক্লাব সভানেত্রী খালেদা আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে অতিথি ছিলেন সাংবাদিক ডেইজী মউদুদ, বাচিক শিল্পী আয়েশা হক শিমু, লেখক রোকসান বন্যা, মাহবুবা চৌধুরী, তাহেরা বেগম, ফারজানা শরমিন। প্রাক্তন সভানেত্রী জিনাত আজমের সঞ্চালনায় সভায় কথামালা, দরুদ, হামদ ও নাতে রাসূল (সা.) পাঠে অংশ নেন ক্লাব উপদেষ্টা ড. জয়নাব বেগম, সহ সভানেত্রী পারভিন জালাল, সহ সভানেত্রী সাবিহা মুসা, সহ সম্পাদিকা মিনু আলম, কোষাধ্যক্ষা সৈয়দা শামীম কাদের সুরমা, সহ কোষাধ্যক্ষা কোহিনুর হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা আহাদ, সদস্যা হাজেরা আলম মুন্নী, রোকেয়া চৌধুরী, ডা. আরিফা চৌধুরী, মেহের আফরোজ হাসিনা, মাইনু নিজাম, নাছিমা শওকত, শামসুন নাহার করিম, রওশন আখতার, লায়লা ইব্রাহিম বানু, রোকেয়া আহমেদ, মর্জিনা আখতার, সাহানা আখতার বীথি, নাজমা সাইদা বেগম, ফরিদা ফরহাদ, ডা. হাফসা সালেহ, শাহরিয়ার ফারজানা, রেহানা আকতার জুবিলি, আবিদা মোস্তফা, রোকেয়া জামান, কাজী রুনু বিলকিস, জোবাইয়া আশরাফ প্রমুখ।

বক্তারা ইমাম হোসাইনি আদর্শে মানবসমাজকে মানবিক ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানানন। শেষে ক্লাব সদস্যা রেহানা আক্তার করিমের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ডাম্পারের ধাক্কায় টেক্সিযাত্রী নিহত