চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন চৌধুরী ও ক্লাব সদস্যা ফরিদা ফরহাদ। স্বরচিত কবিতা পাঠ করেন অধ্যাপিকা আলেয়া চৌধুরী।
আলোচকরা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ দায়িত্ব নারীসমাজকে নিতে হবে। দ্বিতীয় পর্বে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জীবনকর্ম নিয়ে আলোকপাত করেন ক্লাবের সহ সভানেত্রী সাবিহা মুসা ও সদস্যা মর্জিনা আখতার। তারা বেগম রোকেয়া জীবনাচরণ ও রচিত সাহিত্য কর্ম ধারণ করার উপর গুরুত্বারোপ করে বলেন, সমাজ বির্নিমাণে পুরুষের পাশাপাশি নারীদের কাজ করতে হবে। নারীদেরকে স্বাবলম্বী ও আত্মসচেতন করে তুলতে হবে। নারীনির্যাতন ও সহিংসতা রোধে নারীদেরকে বেগম রোকেয়ার মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
সভায় কথামালায় অংশ নেন ক্লাবের সহ কোষাধ্যক্ষা কোহিনুর হোসাইন, সদস্যা মেহের আফরোজ হাসিনা, সকিনা বেগম চৌধুরী, মরিয়ম বেগম মিনা, খালেদা আক্তার চৌধুরী, আশরাফুন্নেসা, আফরোজা বুলবুল তাহের, লায়লা ইব্রাহিম বানু, মনোয়ারা আলম রুবী প্রমুখ। এ ছাড়া সভায় ক্লাবের সহ কোষাধ্যক্ষ হাফসা সালেহ’র পিতার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












