চট্টগ্রাম লেডিস ক্লাবের সাহিত্য সভা

| বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সাহিত্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। আলোচনায় অংশ নেন ক্লাবের সহসভানেত্রী পারভিন জালাল, সহসভানেত্রী পারভিন চৌধুরী, সম্পাদিকা বোরহানা কবির, সদস্যা মর্জিনা আখতার ও মেহের আফরোজ হাসিনা। স্বরচিত ছড়াকবিতা পাঠে এবং কথামালায় অংশ নেন মিনু আলম, সৈয়দা শামীম কাদের সুরমা, শামীম আরা আহাদ, রুহি মোস্তফা, খালেদা আক্তার চৌধুরী, সকিনা বেগম চৌধুরী, মুনিরা হুসনা, মরিয়ম বেগম মিনা, মাহমুদা বেগম রুলী, মনোয়ারা আলম, আফরোজা বুলবুল তাহের, লায়লা ইব্রাহিম বানু ও অধ্যাপিকা আলেয়া চৌধুরী।

আলোচকরা নারী লেখকদের সাহিত্য চর্চায় নিবেদিত থাকার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে সাহিত্যমুখী করতে আমাদের কাজ করতে হবে। তাদেরকে নিয়মিত সাহিত্যের বিষয়, বই, পত্রপত্রিকা পঠনপাঠনে আগ্রহী করে তুলতে হবে। সাহিত্যে নারীদের সাফল্যগাথাসহ সমকালীন বিষয় তুলতে ধরতে হবে। বিশেষ করে নারীদের অধিকার প্রসঙ্গে সাহিত্যের মাধ্যমে নারীদের সচেতন করে তুলতে হবে। নারী নির্যাতনের বর্তমান চালচিত্র সাহিত্যের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার বাজালিয়ায় এজে খান ফাউন্ডেশনের চাল বিতরণ
পরবর্তী নিবন্ধচকবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার